মোস্তাফিজুর রহমান, মনিরামপুরঃ যশোরের মনিরামপুরে আইউব আনছারিয়া মাদ্রাসায় আজীবন সদস্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দল মত নির্বিশেষে গত শনিবার নেহালপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে মাদ্রাসা মাঠে সকাল থেকে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনি। জানা যায়, এই সদস্য সংগ্রহের কাজ রাত ৮ পর্যন্ত চলেছে বলে জানান। মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে পুরাতন সদস্য ও নতুন সদস্য ৩০০ থেকে ১,২০,০০০ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। মাদ্রাসায় সদস্য সংখ্যা আনুমানিক ১৫০০ জন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যানও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এম এম ফারুক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক জিএম খলিলুর রহমান, মিন্টু দফাদার, এছাড়াও উপস্থিত ছিলেন, কলামিষ্ট মোঃ মিজানুর রহমান, ঢাকা তরুণ গার্মেন্টস ব্যবসায়ী ও মনিরামপুরের সামাজিক ব্যক্তিত্ব মোঃ ইবনে ফয়সাল রানা, ২ নং ওয়ার্ড মেম্বার সোহরাফ হোসেন, মোঃ খিদীর আলী, সহ এলাকার নারী-পুরুষ সদস্য বৃন্দ। সম্মেলন শেষে সকল সদস্যদের মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।