মোস্তাফিজুর রহমান (মনিরামপুর) : যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এসএসসির ফল প্রকাশের পর জানা যায়, নেহালপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মাসুদ মোল্লা ছেলে রাজু আহমেদ (১৭) বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। রাজু আহমেদ জানান, ২০১৫ সালে আলোছায়া চাইল্ড এডুকেশন সেন্টার হতে দ্বিতীয় শ্রেণীতে বেসরকারি উন্মুক্ত বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেটে বৃত্তি লাভ করেছি। একই স্কুল হতে ২০১৬ সালে তৃতীয় শ্রেণীতে সাধারণ গ্রেটে বৃত্তি লাভ করেছি। ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছিলাম । অষ্টম শ্রেণী থেকে আমি নেহালপুর স্কুল এন্ড কলেজে ভর্তি হয়ে ছিলাম ২০২৪ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এ ব্যাপারে রাজু আহমেদের পিতা মাসুম মোল্লা বলেন, অর্থের অভাবে ঠিকমত ছেলেকে লেখাপড়া করাতে পারি নাই, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে গেলে অনেক অর্থের প্রয়োজন সেই সামর্থ্য আমার নেই। নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু চঞ্চল ভট্টাচার্য বলেন, রাজু আহম্মেদ আমার স্কুলের একজন মেধাবী ছাত্র। সে জিপিএ ৫ পেয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার ভিতরে ১৪ জন জিপিএ ৫ পেয়েছে।