
বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, জনগণ শান্তিতে থাকে। দেশ ও জাতির উন্নয়নে নৌকায় ভোট দিন। তিনি খুলনাবাসির উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে বাঙালিরা নৌকায় ভোট দিয়ে কখনও ঠকেনি। নৌকাকে বিজয়ী করে ভাষা ফিরে পেয়েছে, নৌকায় ভোট দিয়ে স্বাধিকার ফিরে পেয়েছে, নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধান পেয়েছে। আজ প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেককে নৌকায় ভোট দিয়ে এই গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে হবে।
বুধবার গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. নুর ইসলাম, ইউসুফ আলী খান, আব্দুল কুদ্দুস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্ম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।