
জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ২৯৮ জনের মধ্যে ৯২ জন নতুন করে স্থান পেয়েছেন। মাঝে বাদ পড়লেও ফের স্থান পেয়েছেন ১২ জন। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ওবায়দুল কাদের। একে একে ঘোষণা করেন ২৯৮ টি সংসদীয় আসনে নৌকার মাঝির নাম।
এছাড়াও আগে দলের মনোনয়ন পেয়েছিলেন, মাঝে বাদ পড়েছিলেন এমন বেশ কয়েকজনকে এবার মনোনয়নে দেওয়া হয়েছে। তারা হলেন সিরাজগঞ্জ-৬ আসনের চয়ন ইসলাম, নেত্রকোণা-১ মোস্তাক আহমেদ রুহী, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, ফরিদপুর-১ আব্দুর রহমান, ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও নোয়াখালী-৬ মোহাম্মদ আলী।