জন্মভূমি ডেস্ক : সময়ের স্রোতধারায় ক্রমশ এগিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন ঘিরে বইছে সাজ সাজ রব। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছেন প্রার্থীরা। অংশ নিচ্ছেন সভা-সমাবেশ, জনসংযোগসহ নানামুখী প্রচারে। এবারের নির্বাচনে রাজনীতিবিদদের সমান্তরালে সরব রয়েছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। বরাবরের মতোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন একঝাঁক তারকা শিল্পী। বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ, খ্যাতিমান দুই অভিনেত্রী তারানা হালিম ও সুবর্ণা মুস্তাফার মতো তারাও আওয়ামী লীগের পক্ষে জনপ্রতিনিধি হতে চান।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে চাওয়া সেই তারকাদের তালিকায় রয়েছেন ঢাকাই ছবির নায়ক-নায়িকা থেকে ছোট পর্দার তারকারা। নৌকার মাঝি হওয়ার আকাঙ্খা জানানো এই তালিকায় রয়েছেন ঢালিউডের দুই চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সিমলা এবং চিত্রনায়ক ফেরদৌস, শাকিল খান ও রুবেল। আছেন দর্শকপ্রিয় হওয়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের প্রযোজক আরশাদ আদনান ও ঢালিউডের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নির্বাচন করার বিষয়টি শেষ পর্যন্ত গুঞ্জনে পরিণত হয়েছে। ঢাকাই ছবির এই আলোচিত নায়িকা নির্বাচন করবেন না বলে জানিয়েছেন গণমাধ্যমকে।
এর বাইরে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন দর্শকসমাদৃত দুই অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার। তাদের সঙ্গে রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা সিদ্দিকুর রহমান। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তারা সকলেই জনগণের কল্যাণে কাজ করতে চান। রাজনীতিবিদ হিসেবে ভূমিকা রাখতে চান সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে। সেই বাস্তবতায় তাদের কেউ কেউ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগসহ নানামুখী কাজ করে যাচ্ছেন।
তারকাদের মধ্যে সবার আগে ১৮ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী এই প্রার্থী বলেন, ইতোমধ্যে আমার নির্বাচনী কর্মকান্ড শুরু হয়ে গেছে। বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছি। জনমানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি করছি।
একই দিন বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান। জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষের কল্যাণে কাজ করব।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শামসুন্নাহার সিমলা। ম্যাডাম ফুলি সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে আলোড়ন তোলা এই নায়িকা ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান। দীর্ঘদিন ধরেই সভা-সমাবেশসহ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১৭, কুমিল্লা-১ কিংবা যশোর (অনুল্লেখিত আসন)-এই তিন আসনের যে কোনো একটি থেকে নির্বাচন করতে চান ফেরদৌস। তিনি বলেন, এ নিয়ে আমার অনেক প্রত্যাশা থাকলেও পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নানামুখী কর্মকা-ে যুক্ত আছেন রোকেয়া প্রাচী। এবার ফেনী-৩ আসন থেকে তিনি নৌকা মার্কায় নির্বাচন করতে চান দর্শকনন্দিত এই অভিনেত্রী। তিনি বলেন, আমরা মনোনয়ন চাইলেও দলকে অনেক কিছু ভাবতে হয়। একজন ব্যক্তির মনোনয়নপ্রাপ্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দলের ক্ষমতায় থাকা। সেজন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয়ী হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী শমী কায়সারও ফেনী-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই এবং মনোনয়ন পাওয়ার প্রত্যাশাও করছি।
ঢাকাই ছবির প্রযোজক এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। তিনি পাবনা-৫ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল।
প্রসঙ্গত, বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে তারকাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও সুবর্ণা মুস্তাফা। অভিনেত্রী তারানা হালিম এক সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রয়াত সারাহ বেগম কবরী ও আকবর হোসেন পাঠান ফারুক সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত