বিজ্ঞপ্তি : বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের পক্ষ হতে শুক্রবার পল্লীমঙ্গল শামসুল উলুম মাদ্রাসা, মদিনা নগর কাওমিয়া মাদ্রাসা, তালীমুন মিল্লাত রহমাতিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি শিশু সদন, ছিন্নমূল শিশু নির্বাস, বুড়ো মৌলবির দরগা এতিমখানা ও মাদ্রাসায় দু:স্থ অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান (পল্টু), যুগ্ম-মহাসচিব মো: হাফিজুল ইসলাম চন্দন ও মো: কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবর হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মো: জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস,এম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মো: ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল কুমার গাঙ্গুলী, ইলিয়াস হোসেন লাবুসহ নৌ-মালিক গ্রুপের সম্মানীত সদস্যবৃন্দ ও গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।