
বিজ্ঞপ্তি : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, কিংবদন্তী রাজনীতিবিদ, উপমহাদেশের বাম আন্দোলনের প্রতিকৃৎ, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, কুঁড়েঘরখ্যাত গরীবের বন্ধু প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের ১০১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ন্যাপ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় ময়লাপোতাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাপ জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, মহানগর সাধারণ সম্পাদক এড. মিলন মোহন মণ্ডল, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, ন্যাপ নেতা আশুতোষ রায়, ডাঃ নিরাঞ্জন বিশ্বাস, অধ্যাপক রাহা গোবিন্দ লাল, এড. রাজু আহমেদ, মেরীনা পারভীন যুঁথি, ইন্দ্রানি সানা, শামীম আহসান, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোসাঃ ফাহমিদা তাবাসসুম, উৎপল কর্মকার, অন্তরা সরকার, জাভেদ খালিদ পাশা, ডাঃ শরিফুল আলম, এড. আনোয়ারা আহমেদ মালা, মোঃ জিয়াউল ইসলাম, অনিমেষ কুমার মণ্ডল, তরিকুল ইসলাম, নীহার রঞ্জন বর্মণ, সুভাষ সরকার, শিবুপদ রায়, বাবু মোল্লা, যুব সমিতির শাওন চন্দ্র বাছাড়, জুয়েল মোল্লা, সজীব সরদার, সাগর ঢালী, মেরী সরকার, মেহেদি হাসান, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, মোঃ শরীফ, আবু সুফিয়ান, ছাত্র সমিতির অহনা রায়, দুর্জয় মণ্ডল, মুক্তা মণ্ডল প্রমুখ। আলোচনার শুরুতে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা মহান নেতা অধ্যাপক মোজাফফর আহমদের জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যসম্বলিত বক্তব্য রাখেন। বক্তারা তাঁর আদর্শ ধারণ করে ধর্ম-কর্ম গণতন্ত্রের নিশ্চয়তাসহ সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।