বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমযানে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আনোয়ারুল হক স্মরণে সোমবার বিকেল সাড়ে ৪টায় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদারের বাসভবনে ও তাঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, মহানগর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, শেখ ফজলুল রহমান, শেখ রিজওয়ান রিজু, মোঃ শেখ মকবুল হোসেন, ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ ফরিদ খান, মোঃ সুমন হক প্রমুখ। সভায় বক্তারা মরহুম শেখ আনোয়ারুল হক-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনান্তে মরহুমের রুহের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে ন্যাপ ভাসানীর সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিমের মাতা মরহুমা খাদিজা বেগম এবং সাবেক ভাইস চেয়ারম্যান মহতরমা বেগম সাহিদা আনোয়ারুল হকের মাতা মরহুমা সাবিহা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরবর্তীতে বিভিন্ন মসজিদে ইফতারি ও তেহারী বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত