জন্মভূমি রিপোর্ট : নগরীর গোবরচাকা ন্যাশনাল মাধ্যমিক বালিকা কেন্দ্রে ১জনকে জরিমানা করা হয়েছে। এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ডে প্রবেশ করে ভোট কেন্দ্রের সামনে ভিড় করায় ৪ জনকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দুপুর ১২টা ১৫ মিনিটে ১৮নং ওয়ার্ডের ন্যাশনাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাদের ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে আকরাম হোসেনকে ৫০০ টাকা জরিমানা এবং আব্দুস সামাদ, মিরাজুল ইসলাম ও তৌহিদুল ইসলামকে অন্য এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়।
১৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃতরা ১৭নং ওয়ার্ডের ভোটার। তারা ১৮নং ওয়ার্ডে প্রবেশ করে ভোট কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করছিল। তাদের জরিমানা করা ও মুচলেকা রাখা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত