বিজ্ঞপ্তি : চতুর্থ দফার অবরোধ শেষে একদিন বিরতি পর আজ বুধবার থেকে পঞ্চম দফায় দফার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচিতে সফল করতে খুলনাবাসিসহ দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি। মঙ্গলবার প্রদত্ত বিবৃতিতে টানা ৪৮ ঘণ্টার অবরোধ আজ বুধবার ভোর থেকে আগামী শুক্রবার ভোর পর্যন্ত চলবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহতদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে দেশের গণতন্ত্রকামী জনগণকে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতারা।
বিবৃতিদাতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
এদিকে বিএনপি খুলনা মিডিয়া সেল জানিয়েছেন, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ অবরোধের আওতামুক্ত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত