
জন্মভূমি ডেস্ক : রাজধানীতে আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই) পদযাত্রা এবং ২২ জুলাই সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১৬ জুলাই) এ বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এরআগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আমিনুল ইসলাম ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যান। পরে বের হয়ে একথা জানান বিএনপি নেতারা।
গত ১২ জুলাই (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সরকারের পতনের দাবিতে এক দফা ঘোষণা দিয়ে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে দলটি।
আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) ঢাকাসহ দেশের সব মহানগরী ও জেলায় পদযাত্রার কর্মসূচি পালন করা হবে।
ঢাকায় পদযাত্রা হবে দুই দিন। ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী এবং ১৯ জুলাই উত্তরা আব্দুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত হবে পদযাত্রা।

