
জন্মভূমি রিপোর্ট : পদোন্নতি পাওয়া ৫পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক। মঙ্গলবার বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরস্থ তার কার্যালয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে ৫জন এবং পুলিশ সুপার পদে ১জন পদন্নোতি প্রাপ্ত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পদন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম.এম শাকিলুজ্জামান এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান কেএমপি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার মনিরা সুলতান উপস্থিত ছিলেন।

