খুলনা মেট্টোপলিটন পুলিশ-কেএমপি’র ও জেলা পুলিশের ৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার পদের এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছে খুলনা মেট্টোপলিটন পুলিশ-কেএমপি’র ৪ জন এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের ১জন। এছাড়া সারা দেশে আরও ৬৬ জন পুলিশ কর্মকর্তাকে এ পদোন্নতি দেয়া হয়। রোববার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেয়া হয়েছে। পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার থেকে খুলনা মেট্টোপলিটন পুলিশ-কেএমপি’র পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন এস এম কামরুজ্জামান পিপিএম, মো: নজরুল ইসলাম পিপিএম, মো: আবুল খায়ের ফকির পিপিএম ও শেখ মোহাম্মদ আবু যাহিদ পিপিএম। আর পুলিশ সুপার কার্যালয়ের একমাত্র কর্মকর্তা হচ্ছেন মো: হুমায়ুন কবির।