
জন্মভূমি ডেস্ক : এবারের ঈদে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি এর প্রমোশনের জন্য বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
দেশের বিভিন্ন স্থানে বুবলী তার সিনেমার প্রচারের কাজে যাচ্ছেন। গতকাল কুষ্টিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতু পারাপারের সময় গাড়ি থেকে নেমে কিছু ছবি তোলেন।
বুবলীর তোলা ছবিগুলো তার ফেসবুকে পোস্ট দেন। ছবির ক্যাপশন হিসেবে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন।
বুবলী ছবির ক্যাপশন হিসেবে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে বুবলীর ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। আবার কেউ করছেন সমালোচনাও। ছবি দেখে মো. মুন্না নামের একজন লিখেছেন, ‘চমৎকার’। অন্যদিকে এম মার্শাল নামের একজন লিখেছেন, ‘জরিমানাটা দিয়ে যান।’ নাজমুল হক অপু নামে আরও একজন লিখেছেন, ‘জরিমানা করা হোক।’ মন্তব্যের ঘরে প্রশংসার পাশাপাশি জরিমানার কথাটিও উঠে আসছে বারবার।