জন্মভূমি রিপোর্ট
বর্তমান সরকার নারী বান্ধব সরকার। পদ্মা সেতু হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমুল পরিবর্তন। পদ্মা সেতুর কারণে সবচেয়ে বেশি সুবিধা পাবে নারী উদ্যোক্তারা।
নগরীর দেশীয় পণ্য নিয়ে ফ্যাশন হাউজ সাহেব বিবি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন, কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি আরও বলেন নারী উদ্যোক্তারা আগে তাদের তৈরি পণ্য বাইরে পাঠাতে পারতো না। এখন তা খুব সহজেই পারবে। ফলে বাড়বে নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার।
রবিবার বিকেল ৫ টায় শিববাড়ি মোড়ের ইব্রাহিম মিয়া সড়কে কেক ও ফিতা কেটে ফ্যাশন হাউজ সাহেব বিবির শোরুম উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। জমকালো এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহেব বিবির স্বত্বাধিকারি তারানা তাবাস্সুম শোভা।
এ সময় উপস্থিত ছিলেন, বিডবিøউসির খুলনা বিভাগীয় সভাপতি শামিমা সুলতানা শিলু, নারী নেত্রী আইরিন নিপা চৌধুরি, নারী উদ্যোক্তা ছাকেরা বানু, চিশতি মোশÍারি বানু, কানিজ সুলতানা, উম্মুর রেদা, নাজনিন আশরাফ লাজু,সালমা বানু, সাবেরা মারজানা লুসি প্রমুখ।
পদ্মা সেতুর সুবিধা পাবে নারী উদ্যোক্তারা: কেসিসি মেয়র
Leave a comment