খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সংক্রান্ত এক মতবিনিময় সভা শনিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। সভাপতি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে সহনীয় পর্যায়ে রাখা এবং সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ব্যবসায়ীদের যত্রতত্র হয়রানী না করে সকল সমস্যা আলাপ-আলোচনার ভিত্তিতে যাতে সমাধান করে সে জন্য আহŸান জানান। খুলনা চেম্বারের সভাপতির আহবানে সাড়া দিয়ে ব্যবসায়ীবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধি না করে তা সহনীয় পর্যায়ে রাখাসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এস এম ওবায়দুলাহ, মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান ও নিজারুল আলম জুয়েলসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।