
ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দর্শনা থানা এলাকার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এলাকার একাংশ প্রথমে তাদের আটক করে। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়া প্রকাশ্যে চুল কেটে অপমান, গলায় জুতার মালা পরানো এবং গাছের সঙ্গে বেঁধে রাখার মতো শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনার সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং কিছু দৃশ্য কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তে ভাইরাল হয়।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে মারধর বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত