জন্মভূমি ডেস্ক : সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ছাদ ধসের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনের ১০ তলা ছাদের অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিক্যাল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমরা বিষয়টি দেখছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত