তথ্য বিবরণী : পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এক দিনের সফরে আগামী শুক্রবার (২০ অক্টোবর) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২০ অক্টোবর সকাল নয়টায় খুলনার দাকোপ উপজেলার লাউডোব-বানীশান্তা আন্ত:জেলা ফেরী উদ্বোধন এবং সকাল সাড়ে ১১টায় বানীশান্তা বাজারে প্রধানমন্ত্রীর উন্নয়ন সভা ও তিনশত একর ফসলী জমি পরিদর্শন করবেন।
তিনি দুপুর দুইটায় সুতারখালী এবং বানীশান্ত ইউনিয়নের ভেড়িবাঁধ ও ভাঙ্গন এলাকাসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, বিকাল সাড়ে তিনটায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর ও স্থান পরিদর্শন এবং বিকাল সাড়ে চারটায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর ও স্থান পরিদর্শন করবেন। ঐদিন বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত