ফকিরহাট প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে শিক্ষকদের প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে প্রয়োজন বিশ্ব মানের শিক্ষা। বাংলাদেশ দেরীতে হলেও সে পথে হেঁটেছে। নতুন শিক্ষা কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে তা বাস্তবায়নে শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে।
তিনি বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সময়ের চাহিদা ও শিক্ষা সংস্কারে অব্যাহত প্রচেষ্টা শীর্ষক উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোহবান মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও যশোর বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী।
সরকারি শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্ধীন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ সহ অন্যান্যরা।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠােেনর শিক্ষকগন, মাদ্রাসা সুপারগন ও জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা অংশগ্রহন করেন। শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান সহ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করছেন।
পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে শিক্ষকদের প্রস্তুত থাকতে হবে : খুবি উপাচার্য
Leave a comment