
জন্মভূমি রিপোর্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে খুলনা পরিবেশ অধিদপ্তর। রবিবার সকাল দশটায় পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নগরীর ৪টি কলেজের বিতার্কিক দল অংশ নেয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজ হলো খুলনা পাবলিক কলেজ, বিএল কলেজ ডিবেটিং ক্লাব, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি মডেল কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে খুলনা পাবলিক কলেজের বিপক্ষে চ্যাম্পিয়ন খুলনা সরকারি মহিলা কলেজ। রানার্স আপ হয় খুলনা পাবলিক কলেজ।
এর আগে প্রথম রাউন্ড ও ২য় রাউন্ড থেকে বাদ পড়ে যান, বিএল কলেজ ডিবেটিং ক্লাব ও সরকারি মডেল কলেজ। অনুষ্ঠানে সেরা বিতার্কিক হয়েছেন বয়রা মহিলা কলেজের দলনেতা তাসনিয়া ইসলাম প্রতাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো ইকবাল হোসেন। পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এমদাদুল হক। সঞ্চালনা করেন খুলনা পাবলিক কলেজের সহকারি অধ্যাপক তাকদিরুল গনি। অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রক ছিলেন মো মাহফুজ।
অনুষ্ঠানে বিচারক ছিলেন বিএল কলেজের সহকারি অধ্যাপক এস এম শোয়েব আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মো তানভির হায়দার, মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সব্যসাচি মন্ডল।