দেশের ২০ ভাগ লোক শব্দ দূষণে আক্রান্ত
জন্মভূমি রিপোর্ট : পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেছেন, দেশের মিল কল কারখানা ও বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রনের কোন সুব্যবস্থা নেই। এর ফলে দিন দিন শব্দ দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। বর্তমানে দেশের ২০ ভাগ লোক শব্দ দূষণে আক্রান্ত। এর প্রতিকার করতে গেলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ছাড়া ১৬ বছরের নিচে শিশুদের স্মার্ট মোবাইল ব্যবহার দিন দিন বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এক যোগে সচেতনার সাথে কাজ করার আহ্বান জানান। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পর আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার বেলা এগারটায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঃ কাজী আবু রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এমদাদুল হক।