
জন্মভূমি ডেস্ক : খুলনা মহানগরীতে মধ্যেই পুকুরে চাষ হচ্ছে আফ্রিকান মাগুরের। এই মাছের খামারে দেয়া হচ্ছে মরা গরু। বিভিন্নস্থান থেকে সংগ্রহ করে মাছের খাবার হিসেবে ভাসিয়ে দেয়া হচ্ছে এই মরা গরু। এর দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্টের ঝুঁকি দেখা দিয়েছে।
জানা যায়, নগরীল রায়ের মহল এলাকায় সিরাজুল ইসলাম মুন্সী একটি পুকুরে আফ্রিকান মাগুরের চাষ করছেন। এই মাগুরের খাবার হিসেবে মরা গরু সংগ্রহ করে দেয়া হচ্ছে। ফলে দুর্গন্ধময় পরিবেশের মধ্যে অস্বস্তিতে বসবাস করছেন এলাকাবাসী। খামার মালিক প্রভাবশালী হওয়াই পরিবেশ দূষণ নিয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরে তিনটি মরা গরু ভাসতে দেখা যায়। গরু তিনটিকে আফ্রিকান মাগুর মাছ টেনে টেনে খাচ্ছে। পুকুরটির চারপাশেই বসতবাড়ি। তাই সবাইকে নাকেমুখে কাপড় দিয়ে চলাচল করছে। মরা গরু ফেলার কারণে কেউ এখন আর পুকুরে গোসল করতে পারছেন না।
এ ব্যাপারে সিরাজুল ইসলাম মুন্সীর বাড়িতে গেলে তার স্ত্রী জানান, তিনি বাড়িতে নেই। তার মোবাইলফোন নম্বর চাইলে সেটিও দিতে অপরাগতা প্রকাশ করেন।
স্থানীয় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান পলাশকে বিষয়টি জানালে তিনি বলেন, রোববার (৩১ ডিসেম্বর) সিটি করপোরেশনের লোক দিয়ে পুকুর থেকে ভাসমান মরা গরু সরাতে নির্দেশনা দেবেন।