চিত্রনায়িকা পরীমনি যখন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার অভিযোগ করেছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে, তখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্রতিবাদ কর্মসূচি না দেওয়ার সমালোচনা উঠেছে ফেইসবুকে।
অনেকে বলছেন, বছরজুড়ে মশক নিধন অভিযান, পিকনিক ও ভোটের প্রচারে অংশ নিয়ে আলোচনার খোরাক জোগালেও এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চুপ কেন?
তবে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান সোমবার বিকালে বলেন, “গ্রেপ্তাররা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে, সেকারণে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা পরীমনির পাশে আছি।”
সংবাদ সম্মেলন করে অভিযোগ জানানোর পর পরদিন সোমবার সকালে সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমনি। পরে উত্তরা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকাল থেকেই সহকর্মীর উপর এমন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ‘জাস্টিস ফর পরীমনি’ হ্যাশট্যাগে ফেইসবুকে সোচ্চার হন জয়া আহসান, ভাবনা, গিয়াসউদ্দিন সেলিম, নাবিলাসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা।
জায়েদ খান বলেন, “এখন করোনাকাল; তার উপর সরকারকে বিব্রত করতে চাই না। সরকার এত সুন্দর পদক্ষেপ নিয়েছে। মামলা নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে অ্যারেস্টও করেছে। এখন এটার আর প্রতিবাদ কী হওয়া উচিত? আদালতের উপর প্রতিবাদ করে লাভ হবে না। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক ও সুষ্ঠু বিচার হোক।”
পরীমনির অভিযোগ: শিল্পী সমিতি কী বলছে, কী করছে
Leave a comment