ডেস্ক রিপোর্ট : এভাবেই সমুদ্রের তাজা মাছ রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করেন চরের বাসিন্দারা। বলা চলে, নদীর তাজা মাছ এবং শুটকিতেই সংসার চলে এদের। লবণ চাষ, শুঁটকি উৎপাদন, কাঁকড়া ও চিংড়ি চাষ করেই জীবিকা নির্বাহ করেন চরের লাখো মানুষ। দ্বীপের পলি মাটিতে আবাদ করে বহু মানুষ বদলেছে নিজেদের ভাগ্য। সমুদ্র সৈকতের খনিজ বালু এই জনপদের আরেক সম্ভাবনা।
মাছ শুকানোর জন্য চর জুড়ে বসানো হয়েছে কাঠ ও বাঁশে তৈরি হয় অস্থায়ী সব ঘর। জীবিকার সাঙ্গে এখানকার জেলেদের প্রতিদিনকার সংগ্রাম এবং চরের নৈসর্গিক দৃশ্য যেন মিলেমিশে এক ভিন্ন আবহ তৈরি করে।
পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠছে দুবলার চর

Leave a comment