জন্মভূমি ডেস্ক : শিক্ষার্থী মানিক হত্যার দায়ে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালত আনা হলে তার সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালত পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এছাড়া ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরপর থেকে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে অনেক মামলা হয়। ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
পলক তিন, শাহ কামাল দুই দিনের রিমান্ডে
Leave a comment