জন্মভূমি রিপোর্ট : সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে পল্লীমঙ্গল স্কুল এলাকা থেকে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় ৪জনকে গ্যেপতার করেছে। গত বুধবার রাত সোয়া ১০টায় এদের গ্রেফতার করা হয়।
সূত্র জানিয়েছে, পল্লীমঙ্গল এলাকার মোঃ লাভলু মোল্লার পুত্র মোঃ আহাদ মোল্লা, একই এলাকার মোঃ শফিউদ্দিন দফাদারের পুত্র মোঃ সজল, পৈপাড়া চশমাওয়ালার মোড় এলাকার হাসান ফরাজীর পুত্র মোঃ রমজান ফরাজী ও গোবরচাকা বউ বাজার এলাকার আনোয়ার সরদারের পুত্র মোঃ আসিফকে মোবাইলে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত