
ডেস্ক রিপোর্ট : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি জেলায়—চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাটে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
রোববার (১৩ এপ্রিল) সকালে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার (১৪ এপ্রিল): আটটি বিভাগেই—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দু-এক জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১৫ এপ্রিল): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
বুধবার (১৬ এপ্রিল): দেশের প্রায় সব বিভাগেই কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিনও তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তাপপ্রবাহ ও বজ্রসহ বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, চলমান গরমের এই সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। এছাড়া হিটস্ট্রোক এড়াতে খোলা রোদে অতিরিক্ত সময় না থাকার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।