
পাইকগাছা অফিস : পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মৌখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মহিন সানার হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চাঁদখালী ইউনিয়নের মৌখালীতে অগ্নিকাণ্ডে মহিন সানার বসতঘর, রান্না ঘর, গোয়াল ঘর ৩টি সম্পূর্ণ এবং অর্ধেক ধানের গোলা ভস্মীভূত হলে দৈনিক জন্মভূমিসহ অন্যান্য সামাজিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান উপজেলা পরিষদ ও প্রশাসন।
আর্থিক সহায়তা প্রদানের সময়ে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সিএ কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক আঃ আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

