পাইকগাছা অফিস : সরকারি বিভিন্ন দপ্তরের ও জনগণের সেবা সহজীকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আবেদীন। বিশেষ অতিথি ছিলেন অতি. জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজমুল হুসাইন খাঁন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। এ সময় উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, বিষ্ণুপদ বিশ্বাস, পবিত্র কুমার দাস, কৃষিবিদ অসীম কুমার দাশ, জেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, প্রেমানন্দ রায়, বিপ্লব কান্তি বৈদ্য, আব্দুল্লাহ আল মামুন, ইমরুল কায়েস, শাহজাহান আলী, রেশমা আক্তার, হুমায়ূন কবির, জয়ন্ত কুমার ঘোষ, হাসিবুর রহমান, আলতাফ হোসেন মুকুলসহ ৩০ দপ্তরের কর্মকর্তা গণ অনলাইনে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।