পাইকগাছা অফিস : পাইকগাছায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত গদাইপুর ফুটবল খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম’র সার্বিক তত্ত্বাবধানে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের অংশ গ্রহণে উদ্বোধনী দিনে রাড়ুলী, গড়ইখালী, লস্কর, চাঁদখালী এবং কপিলমুনি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জয় লাভ করে। ইতোমধ্যে দেলুটি ইউনিয়ন পরিষদ ওয়াকওভারে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থপ্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন, হিসাব রক্ষণ অফিসার মো. আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজাহান আলী শেখ, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, জিএম জাকারিয়া, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, জামিনুর রহমান রানা, আব্দুল বারী প্রমুখ। আগামীকাল একই মাঠে দ্বিতীয় রাউন্ডে খেলা এবং ১৪ জানুয়ারী চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।