
জন্মভূমি ডেস্ক : পাইকগাছায় লাইসেন্স বিহিন সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার বিকালে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজারে লাইসেন্স ছাড়া বায়েজিৎ নামে এক ব্যবসায়ী বিভিন্ন প্রকার সার বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হলে তার গোডাউনে বিভিন্ন প্রকার সার পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ আল- আমিন ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত