প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ৪:৪৪ পি.এম
পাইকগাছায় আইনজীবীদের আদালত বর্জন
![]()
পাইকগাছা অফিস : মঙ্গলবার থেকে পাইকগাছা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের কোনো কার্যক্রমে অংশ নেননি আইনজীবীরা। বুধবারও তাঁরা,আদালত বর্জন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গত সোমবার আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য আইনজীবী সমিতির সদস্যগণ বিচারক মেহেদী হাসান মোবারক মুনিম এর আদালতে যাবেন না বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর। প্রেস বিজ্ঞপ্তিতে জানা প্রকাশ, মেহেদী হাসান মোবারক মুনিম ২০২১ ইং সালের শেষের দিকে আদালতে যোগদানের পর থেকে আইনজীবী ও মক্কেলদের সাথে অশোভন আচরণ, কারণ-অকারণে সহস্রাধিক মোকদ্দমা খারিজ, পরবর্তীতে ছানি মোকদ্দমাও খারিজ করা, নিরপেক্ষ বিচারক না করা সহ বিভিন্ন অভিযোগ এনে বিচারকের বদলী করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু তাঁহার বদলী প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় পাইকগাছা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান মোবারক মুনিম এর আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন। সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর বলেন, ‘অনির্দিষ্ট কালের জন্য আদালতে আমাদের কর্মবিরতি চলবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া