
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে পৃথক পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, গণভোটের প্রচারণা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন, সরকারি জমি অবৈধ দখল, ভাতা, তরমুজ ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা, সার সিন্ডিকেট, জেলেকার্ড, আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ, গাঁজা, মাদক, চুরি, ডেঙ্গু, জমিবিরোধ, হাসপাতালে জনবল সংকটে নাজুক পরিস্থিত, মোবাইল কোর্ট, দ্রব্য মূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ইভটিজিং, কিশোরদের অনিয়ন্ত্রিত মটরসাইকেল চালানো, কুকুরের উপদ্রব সহ সামগ্রিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, সরকারি কর্মকর্তা যথাক্রমে বিদ্যুৎ রঞ্জন সাহা, হুমায়ুন কবির, অনাথ কুমার বিশ্বাস, হুমায়ূন কবির, রেশমা আক্তার, জয়ন্ত ঘোষ, ওয়াহিদ মুরাদ, প্রবীর কুমার দত্ত, রাজীব বিশ্বাস, আব্দুস সামাদ, প্রশান্ত পাল, হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সঞ্চয় দেবনাথ, জিএম জাকারিয়া, মীর নূরে আলম সিদ্দিকী, আ. আল মামুন, রিয়াজ উল আজাদ, রবিউল ইসলাম, পল্লী বিদ্যুতের রুহুল আমিন, দুপ্রক সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম, প্রভাষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, অধ্যক্ষ আজহার আলী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, আবুল হাশেম, ছখিনা বিবি, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, রিপোর্টার্সের সেক্রেটারি আসাদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত