পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পাইকগাছায় যোগদানের পর মুহাম্মদ আল আমিন প্রথম কোন সরকারি সভায় যোগদান করলেন। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠেয় দু’টি সভায় নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইমরুল কায়েস, হুমায়ূন কবির, রাকিবুল হাসান, রেশমা আক্তার, জাকারিয়া, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, কেএম আরিফুজ্জামান তুহিন, আবুল কালাম আজাদ শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও জিএম আব্দুস সালাম কেরু, ভারঃ চেয়ারম্যান পুলকেশ রায়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিবৃন্দ। আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত