
পাইকগাছা অফিস : পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান। তিনি সোমবার সকালে শিক্ষক মিলনায়তনে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রমেন্দ্র নাথ সরকার, আমানউল্লাহ, আ জ ম আব্দুল হাকিম, জামাল হোসেন, শহিদুল ইসলাম, মোমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক বুলি, ইলিয়াস হোসেন, স্বপন ঘোষ, তরুণ কান্তি মন্ডল, আমেনা খাতুন, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাহবুবা নাজনীন ইরানি, মেহেরা বানু, আসমা খাতুন, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, সুফল মন্ডল, তারেক আহমেদ, আবু রাসেল কাগুজী, আছাবুর রহমান শিমুল, আব্দুল ওহাব বাবলু ও সুষ্মিতা সরকার।
এর আগে জিরোপয়েন্টস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে এবং আইনজীবী সমিতির ভবনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পঙ্কজ কুমার ধর এর সভাপতিত্বে এবং অ্যাড. তৈয়ব হোসেনের সঞ্চালনায় অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন দলীয় কমিটির শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মজিদ গোলদার, কামরুজ্জামান মোড়ল, আব্দুর রহমান, দীপক চন্দ্র সরকার। পৃথক মতবিনিময় সভায় মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেন, উন্নয়ন এবং নিরাপদ মাতৃভূমির জন্য শেখ হাসিনার কোন বিকল্প নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

