পাইকগাছা অফিস : প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে পাইকগাছায় আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ের সামনে প্রধান সড়কে র্যালি শেষে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপ্রধান ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার বশির আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার খুলনা জোনের চুকনগর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুর রহমান। বক্তৃতা করেন, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু, স্বাস্থ্য কর্মকর্তা নাজিরুন আক্তার, শেখ আরিফুর রহমান, তারক মজুমদার ও প্রিতম সাহা সহ অনেকে।