পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস এর আপত্তিকর ছবি ও পোস্টার বিলি করার সময় স্থানীয় জনতা ৫ ব্যক্তিকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদণ্ড সহ মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মো. ইফতেখারুল ইসলাম শামীম। তিনি জানান, নির্বাচনী আইন ১৮ (গ) ধারা লঙ্ঘন করে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দেলুটি ইউনিয়নের দারুণমল্লিকে চিংড়ি মাছ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ছবি ও পোস্টার বিলি করছিলো। এমন সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে। তাৎক্ষনিক থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার ননীচরণ মন্ডলের ছেলে বঙ্গেশ্বর মন্ডল (৫৪), হাজারী লাল মন্ডলের ছেলে অরুন মন্ডল (৬৫), চন্ডি চরণ মন্ডলের ছেলে মান্দার মন্ডল, নলিনি নাথ মল্লিকের ছেলে অরবিন্দু মল্লিক, হোসেন আলীর ছেলে সামাদ। ওই রাতেই তাদের প্রত্যেককে ৫শত টাকা করে মোট ২৫ শত টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এবং কিছু ছবি সংবলিত নির্বাচনী বিধি বহির্ভূত পোস্টার জব্দ করা হয়। এসময় পেশকার মো. জিহাদ উল্লাহ, পুলিশ পরিদর্শক সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত