পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা দেন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসারের সিএ উত্তম কুমার কুন্ড, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম, আঃ হাকিম, বাবুল রায়, ইব্রাহীম হোসেন, আসাদ, হিরেন্ময় ব্যানার্জী, সুমন, ইউসুফ, হাসান, শান্তি, শামীম, শ্রীশান্ত লাল, আনসার রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সহিত মমতাজ বেগম অত্র উপজেলায় কর্মরত রয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমান কর্মস্থল জেলা পরিবেশ ও বন অধিদপ্তরে খুব শীঘ্রই যোগদান করবেন বলে জানা গেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত