পাইকগাছা অফিস : পাইকগাছায় ৪০পিস ইয়াবাসহ রেজাউল শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীকন্ঠপুরস্থ নিজ চিংড়ি ঘেরের বাসা থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল ও শেখ পলাশ হোসেন অভিমান চালিয়ে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউলকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে। এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে রেজাউল শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত রেজাউল শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আশাশুনি থানায় মাদক আইনে মামলা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত