পাইকগাছা পৌর প্রতিনিধি : পাইকগাছায় ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি বাজারে অবস্থিত রিভার ক্যাফের সামনে থেকে সাত ৭ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন উপজেলার হরিঢালী ইউপির আজিজুল খানের পুত্র ইমরান খান (২১) ও কপিলমুনি ইউপির সিলেমানপুর গ্রামের রবিউল সরদারের পুত্র রায়হান সরদার (১৯)। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি বাজারে অবস্থিত রিভার ক্যাফের সামনে থেকে ৭ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান,কপিলমুনি বাজার থেকে ৭ (সাত) পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত