
বিজ্ঞপ্তি : পাইকগাছা অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার মাসিক সভা শুক্রবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি বেলাল হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাবির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারী হাফেজ মোহাঃ আসাদুল্লাহ আল গালিব। এছাড়া উপস্থিত ছিলেন গাজী মোঃ জুনাইদুর রহমান, মাওলানা কাবিরুল ইসলাম, শেখ মোঃ আব্দুর রহমান, হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির, মোহাম্মদ সাজিদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।