পাইকগাছা অফিস : “নদী খনন, বাঁধ চাই; তবেই মিলবে প্রকৃতির ঠাই” শ্লোগানের আলোকে পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। উদ্বোধক ছিলেন, স্বর্গীয় উজ্জ্বলের পিতা অনাথবন্ধু সরদার। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডা. ইব্রাহিম গাজী, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও অব. শিক্ষক অখিল কুমার সরকার, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ব্যাংকার হাদিসুজ্জামান, জামিনুর রানা, সাবেক কাউন্সিলর রবিশংকর মন্ডল, আসিব ইকবাল সজীব, গোপাল, রহিচখান, অরবিন্দু, দিবেন্দু, বিশ্বজিৎ, ফয়সাল আহমেদ সনি, প্রসূন বাবু, প্রদ্বীপ, নাদিম, মোহন উজ্জ্বলের ভাই টুটুল প্রমুখ। খেলা পরিচালনা করেন, অসীম সানা ও ইসমাইল হোসেন। ধারাভাষ্য অ্যাড. মঞ্জুরুল ইসলাম। উদ্বোধনী খেলায় নগরঘাটা কালি বাড়ি সোনালী সংঘ ৬ উইকেটে জয় লাভ করেছে। টসে হেরে নির্ধারিত ২০ ওভারের খেলায় কপিলমুনি ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৩ বলে সব উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে ১৪ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয় নগরঘাটা। নগরঘাটার শাহ আলম ৩ উইকেট এবং ৭ রানে নট আউট হয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।