পাইকগাছা অফিস
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার বৃন্দ। উক্ত সভা আয়োজন করেন উপজেলা প্রশাসন।