
পাইকগাছা অফিস : পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভার শুরুতেই ভাষা সৈনিকদের প্রতি বিনম্র জ্ঞাপন করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে এসময় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. পপি রাণী রায়, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মৌলুদা খাতুন, হাসিবুর রহমান, জাকারিয়া, আবু সাবাহ গাজী, এস আই বাবলা দাস, প্রধান শিক্ষক মো. আ. ওহাব ও শহীদুল ইসলাম, রেশমা আক্তার, রেজাউল ইসলাম, বিএনপি’র ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক আ. আজিজ, এম মোসলেম উদ্দিন আহমেদ, পূর্ণ চন্দ্র মন্ডল প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।