পাইকগাছা অফিস : পাইকগাছায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিএনপি ও জামায়াতের ভোট বর্জন, তীব্র তাপদাহে এবং সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের ক্ষত এর কারণে ভোটার উপস্থিতি কম দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
সরজমিনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে দেখা যায়, এক আনসার সদস্য এক বৃদ্ধা কে পাঁজা কোলে দুতলায় নিচ্ছে । নাম জিজ্ঞাসা করতেই বললেন জাবেদ আলী। বয়স ১শত ১০ বছরের উর্ধ্বে হবে। ভোট হচ্ছে তাই ঘরে বসে থাকতে পারলাম না। আর হয়তো দিতে পারব কিনা আল্লাহ জানেন। এজন্য ঘরে বসে থাকতে পারলাম না।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন স্বাক্ষরিত ভোটের
নির্বাচনী বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস
৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ২৭৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপরদিকে, পালকি প্রতীকে ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে প্রভাষক আব্দুল ওয়াহ্যব বাবলু উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম যুবলীগ নেতা সুকুমার ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৪ ভোট।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়। দুপুরে রাড়ুলী ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা চিংড়ি মাছ প্রতীকের শাহীন গাজী সহ কয়েক জন সমর্থক কে মারপিট করছে এমন অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব,
পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এছাড়া উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।