পাইকগাছা অফিস : পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে একের পর এক বাড়িতে ঢুকে সর্বস্ব খোয়ানো ও জানমালের নিরাপত্তা নিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাতে উপজেলার সদর গদাইপুর ইউনিয়ানের গদাইপুর গ্রামের বিকাশ ঘোষের (৫৩) বাড়িতে চেতনা নাশক স্প্রেতে অজ্ঞান করে তার নগত অর্থ ,গহনা সহ ঘরের দামি জিনিস চুরি করেছে দুর্বৃত্তরা। তিনি পাইকগাছা পৌরসভায় চাকুরি করেন। শনিবার সকাল ১০ টা পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে পাশের লোকজন ডাকাডাকি করলে ঘর থেকে গোঙরানির মতন শব্দ বের হয়। ঘরে তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে স্থানীয়রা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার ঘরের বারান্দার গ্রিল ও দরজার তালা ভেঙ্গে চেতনা নাশক স্প্রেতে অজ্ঞান করে চুরি করেছে বলে ধারণা করছে প্রতিবেশিরা। তিন দিন আগে তার পাশের ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, এস আই আনজির ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৭ সেপ্টেম্বর বুধবার রাতে রাড়ুলিতে চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৫সদস্যকে এবং পার্শ্ববর্তী কাটিপাড়া গ্রামের এক বাড়িতে অজ্ঞান করে সর্বস্ব চুরি করেছে দুর্বৃত্তরা। চেতনা নাশক স্প্রে করে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানার ওসি মো; রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা অব্যহত রয়েছে । খুব তাড়াতাড়ি এই চেতনা নাশক স্প্রে করা চোর চক্রটিকে আইনের আওতায় আনা হবে। তিনি জনসাধারণ কে বাড়িতে ভালভাবে দরজা জানালা বন্ধ রাখার পাশাপাশি এলাকায় অপরিচিত লোক দেখালে পুলিশ কে সংবাদ দেয়ার আহ্বান জানান।