পাইকগাছা অফিস : উপকূলীয় অঞ্চলে কাঁকড়ার চাষ ব্যবস্থাপনার উপর কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানির কেন্দ্রের উদ্যোগে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩৫ জন কাঁকড়া চাষী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুর রহমান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো.হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো.শফিকুল আলম, গোলাম মোস্তফা, মো.মাসুদুর রহমান, আবু নাছের ও মতিউর রহমান। প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোকপাত করেন, প্রনব কান্তি মন্ডল, মো. আব্দুল মতিন, রাজীব, সুনীল মন্ডল, দীপংকর মন্ডল , আনারুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত