পাইকগাছা অফিস : পাইকগাছার লস্করে খননকৃত কামুক্ষিয়া খালটি পরিদর্শন করেন নেদারল্যান্ডস এ্যাম্বাসির প্রতিনিধিদলের কর্মকর্তাবৃন্দ। উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা, কেওড়াতলা, হেতালবুনিয়া ও মাঠাম গ্রামের উপর দিয়ে প্রবাহিত ৩ কিলোমিটার কামুক্ষিয়া খালটি কালের বিবর্তনে ভরাট হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় গত ২৭ ফেব্রুয়ারি বে-সরকারি (উন্নয়ন সহযোগী) সংস্থা উত্তরণের মাধ্যমে খননের উদ্বোধন করা হয়। সোমবার গুরুত্বপূর্ণ এ খালটি পরিদর্শন করেন নেদারল্যান্ডস এ্যামবাসিতে কর্মরত ম্যাটবহজস উডস্ট্রা, ওসমান হারুনি, মুশফিক জামান সাতিয়ার, আমিনুল ইসলাম। এ সময় স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন), ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান ও জি এম তাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত