পাইকগাছা অফিস : প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার পাইকগাছায় কৃষকের ধান কেটে ঘরে তোলার মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার গড়ইখালী ইউপি'র পাতড়াবুনিয়াতে কৃষক আশীষ রায় এর ক্ষেতের ধানকেটে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগ সভাপতি চৌধুরী রায়হান ফরিদসহ দলীয় নেতৃবৃন্দ। সকালে ইউনিয়ন যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম সানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, প্রভাষক মোঃ শাহনেওয়াজ শিকারী। সঞ্চালনা করেন যুবলীগ নেতা আঃ হাকিম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত